বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডাব্লিউ এফপি) সহায়তায় লামা উপজেলায় বন্যার্তদের মাঝে পুষ্টিকর বিস্কুট (শিশু পুষ্টি) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দিনব্যাপী উপজেলার পৌরসভা ও লামা সদর ইউনিয়নের ৫০০০ পরিবারের মাঝে এ খাদ্য বিতরণ উদ্ভোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল ।
এনজেড একতা মহিলা সমিতির মাধ্যমে বিতরন অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল , এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, ডাব্লিউ এফপি’র রাঙ্গামাটি অফিস প্রধান ইলোরা চাকমা,পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মরিয়ম বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতি পরিবারকে দেয়া হয় আড়াই কেজি পুষ্টি বিস্কুট বিতরণ করা হয়।
পৃথক বিকালে লামা সদর ইউনিয়ন মেরাখোলা সরকারি প্রাঃ বিদ্যালয়ে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, এনজেট একতা মহিলা সমিতির পরিচালক আনোয়ারা বেগম,ডাব্লিউ এফপি এর রাঙ্গামাটি ফিল্ড ইনচার্জ ইলোরা চাকমাসহ সংশ্লিষ্টরা এর শিশু খাদ্য বিতরণ করেন।