জেলা ক্রীড়াঙ্গনে ঐতিহ্যগত ভাবে রামু উপজেলা ফুটবল দলের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। রামুর ফুটবল ক্রীড়া ঐতিহ্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে হবে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আগামী সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে, কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ টুর্ণামেন্টে রামু উপজেলা ফুটবল দল অংশ নিবে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যে যোগ্য দল হিসেবে লড়বে ফুটবল মাঠে। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপেজলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফাহমিদা মুস্তফা এ কথা বলেন।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কিশোর বড়ুয়া ও মো. নবু আলম, যুগ্ম-সম্পাদক রাজু বড়ুয়া, সদস্য ছিদ্দিক আহমদ, তরুপ বড়ুয়া, খালেদ শহীদ, মুসরাত জাহান মুন্নী প্রমুখ।
সভায় কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষ্যে রামু উপজেলা ফুটবল দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সাবেক কৃতি ফুটবলার ছিদ্দিক আহমদকে টিম ম্যানেজার, তরুপ বড়ুয়াকে সহকারী টিম ম্যানেজার ও রাজু বড়ুয়াকে রামু উপজেলা ফুটবল দলের কোচ নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা সহ ক্রীড়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে খেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলুকে খেলা পরিচালনা কমিটিতে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।
আগামী ২৮ আগস্ট উপজেলা ক্রীড়া সংস্থার সভায় রামুর কৃতি ফুটবলাদের উপস্থিতিতে উপজেলা ফুটবল দল গঠন করা হবে বলে জানান, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও ফাহমিদা মুস্তফা। একই সাথে তিনি খেলা চলাকালে স্টেডিয়ামে উপস্থিত হয়ে, রামু উপজেলা ফুটবল দলকে অনুপ্রাণিত করতে ও সার্বিক সহযোগিতা প্রদানে রামুবাসীর প্রতি আহ্বান জানান।