সাম্প্রতিক সময়ে লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক -কৃষাণীর মাঝে রোপা আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) বিকাল ৪টায় লামা উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা জামাল।
এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), লামা এস. এম রাহাদুল ইসলাম (সভাপতিত্বে),এসময় আরও ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দীন,লামা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন চন্দ্র বর্মণ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল ওয়াহাব, সম্পাদক জাহাঙ্গীর আলম কাউছার, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রসংগত, সাম্প্রতিক সময়ে লামায় অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট আকষ্কিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার আওতায় নাবি বপন উপযোগী বিআর-২৩ জাতের ধানের বীজ ৪৫০ জন কৃষককে বন্যা পরবর্তী এ সহায়তা দেওয়া হয়।