চকরিয়ায় মহিসিন ভুট্টু নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস টিম ও চকরিয়া থানা পুলিশ।
বুধবার, (৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর উত্তরপাশের এলাকা হতে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিসিন ভুট্টো( ৪৫) সেই চকরিয়া উপজেলার পৌরসভার হালকাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।
ঘটনাস্থলে পরিদর্শন করে এই বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ।
পুলিশ ও ফায়ার সার্ভিস টিম এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকালে লোকজন চলাচলের সময় নদীর কিনারে লাশ দেখতে পায় এবং থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ জনগনের সহায়তায় লাশটি উদ্ধার করে।
চকরিয়া ফায়ার সার্ভিস টিমের সাফ অফিসার সেলিম উদ্দিন জানান, মাতামুহুরী নদীর পাশের কিনারা হতে লাশটি পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।