কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণের জন্যে রামু উপজেলা ফুটবল দল গঠন করা হবে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রামু অফিসের চরস্থ পোস্ট অফিস মাঠে ‘রামু উপজেলা ফুটবল দলের’ খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ভাবে নির্বাচিত খেলোয়াড়দের নির্ধারিত সময়ে পোস্ট অফিস মাঠে রামু উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার ছিদ্দিক আহমদ, সহকারী টিম ম্যানেজার তরুপ বড়ুয়া ও কোচ রাজু বড়ুয়ার কাছে রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু।
রামু উপজেলা ফুটবল দলের প্রাথমিক ভাবে নির্বাচিত খেলোয়াড়রা হলেন সাইফুল ইসলাম, শামীম, আশিক, আরিফ, দিদার (ছোট), রিদোয়ান (ছোট), নুরু, তরিৎ, কৌশিক, কমল, রিদোয়ান (বড়), মিষ্টি, ইমন, আয়াত উল্লাহ, দিদার (বড়), জাহাঙ্গীর, ইমরান, ছোটন, সামী, মোরশেদ, তানজিদ আলম চাঁদ, কবির, শিবু, আজাদ, রাকিব।