আমেরিকান দূতাবাস ঢাকার আয়োজনে ‘নীরব ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার, কার্যকর বিচারের মাধ্যমে বন্যপ্রাণী পাচার প্রতিরোধে একটি বহু সংস্থার পদ্ধতি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজারের হোটেল বেস্ট ওয়েস্টার্ণ হেরিটেজে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ইউএস এ্যাম্বাসি ঢাকার এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
ইংরেজিতে ১৩ মিনিটের বক্তব্যে এমপি কমল বলেন, বাংলাদেশের বন্যাপ্রাণীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বন্যাপ্রাণীর চামড়ার দাম মুল্যবান হওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বন্যাপ্রাণী নিধনে ব্যস্ত। কিছু অতি উৎসাহী বিলাশী শিকারীরাও বন্যাপ্রাণী নিধনের জন্য দায়ী। এর প্রতিরোধে বাংলাদেশে বন্যাপ্রানী সংরক্ষন আইন থাকলেও যথাযথ আইনের প্রয়োগের অভাবে বন্যাপ্রানীর সংখ্যা হ্রাস পাচ্ছে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের, দুইদেশের সম্পর্ক রক্ষা না হলে দক্ষিন-পুর্ব এশিয়ায় জঙ্গীবাদ সন্ত্রাস অনিয়ন্ত্রিত থাকবে। মাঝে মাঝে কিছু সাধারণ বিষয় নিয়ে, দুই দেশের সম্পর্কে টানাপোড়ন দেখা গেলেও বাংলাদেশের মানুষ সব সময় যুক্তরাষ্টের সাথে সম্পর্ক রাখতে বিশ্বাসী। এদেশের মানুষ যুক্তরাষ্ট্রের সহযোগিতায়, কোন দু্র্নীতিবাজ এদেশে ক্ষমতায় আসুক তা চায় না।
তিনি বলেন, বাঙ্গালী জাতি এখনও ভুলে নাই, ১৯৪৭ সালের ভারত পাকিস্তান ভাগ করার সময় লট মাউন্ড ব্যাটেনের ভুল সিদ্ধান্তের কথা। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরে বাঙ্গালী জাতি যুক্তরাষ্ট্রের সাথে স্বাভাবিক থাকতে পারে নাই। আমরা আরও বিশ্বাস করি কোন শক্তিমান দেশের কাল্পনিক মানচিত্র দিয়ে, অন্য কোন দেশকে দখল করার চেষ্টা পৃথিবীর জনগন মানবে না। মানচিত্র দিয়ে অন্য দেশ দখল করার চেষ্টা, এশিয়ায় অশান্তি সৃষ্টির কারন হবে এবং তা পৃথিবীর মানুষের সমর্থন যোগ্য নয়।
বন্যাপ্রানীর পাশাপাশি আমেরিকায় বসবাসরত ৫ লক্ষাধিক বাংলাদেশি মানবেতর জীবন যাপন করছে। তাদের প্রতি সদয় হওয়ার জন্য আমি দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এফবিআই ২০০৬ সালে দুর্নীতির মামলায় স্বাক্ষী দিতে এসেছিল, তাদেরকে নতুন করে ক্ষমতা দিয়ে বাঙ্গালী জাতিকে দুর্নীতিবাজদের হাতে তুলে দেয়া যাবে না। চিহ্নিত দুর্নীতিবাজ, স্বাধীনতা বিরোধী ও জঙ্গীবাদের অনুসারীরা শুধু বাংলাদেশের জন্য নয়, তারা আমেরিকার জন্যও বিপদ জনক। এদেরকে প্রত্যাখ্যান করার জন্য, দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ জানান এমপি কমল।
আইসিআইটিএপি এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. নাছির উদ্দিন জানান, আইসিআইটিএপি, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ইউ এস এম্বাসী ঢাকার এই আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনার আগামী ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
আইসিআইটিএপি, ইউএস এম্বাসী, ঢাকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. সামিয়া সাইফের সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নিউইয়র্কের সিনিয়র জজ জেড রেকফ, সহকারী ডিস্ট্রিক্ট এটর্নী নিউইয়র্ক লিন্ডা ফোর্ড, আইসিআইটিএপি নির্বাহী কর্মকর্তা ক্রেগ ফুলস্টোন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ, ইউএস এম্বাসী ঢাকার আইসিআইটিএপি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. নাছির উদ্দিন।
এ সেমিনারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে জুডিশিয়াল সার্ভিস কমিশন, বাংলাদেশ পুলিশ, কাষ্টমস, কাষ্টমস গোয়েন্দা, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথোরিটি, প্রানী সম্পদ অধিদপ্তর, বন অধিদপ্তর, মৎস সম্পদ অধিদপ্তর, বন্য প্রানী অপরাধ দমন ইউনিট, ওপিডিএটি, ইউএসএইড এর বিশেষ প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।