রামু উপজেলায় ‘ডিলিং লাইসেন্স’ না থাকায় ১৪ ব্যবসায়ীকে সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠান সমূহকে সাত দিনের মধ্যে ডিলিং লাইসেন্স করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রামুর চৌমুহনী স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য বিক্রি করায় আল জিয়া সুইটস প্লাস নামে একটি দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে নির্দিষ্ট পণ্যের ব্যবসা করার ক্ষেত্রে আলাদাভাবে ‘ডিলিং লাইসেন্স’ নেওয়ার বিধান রয়েছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় বৃহস্পতিবার রামুতে ডিলিং লাইসেন্সের বিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় রামু উপজেলার চৌমুহনী স্টেশনের অপূর্ব জুয়েলার্স, রানা জুয়েলার্স, কুইন জুয়েলার্স, বনরূপা জুয়েলার্স, মন্দিরা জুয়েলার্স, ওঁ জুয়েলার্স, দোহা ফ্যাশন, তিন্ময় জুয়েলার্স, মনিষা গোল্ড ফ্যাশন, আজমীর জুয়েলার্স, রূপন জুয়েলার্স, খাঁন বিল্ডিং মেটারিয়াল, স্বপ্ন সুপার সপ, আল জিয়া সুইটস প্লাস নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ ডিলিং লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করায়, প্রথম বারের মত সতর্ক করা হয়েছে। ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠান সমূহের মধ্যে শুধুমাত্র রূপন জুয়েলার্সের ডিলিং লাইসেন্স পাওয়া যায়। তার মেয়াদও ২০০৯ সালে শেষ হয়ে যায়।
রামু চৌমুহনী স্টেশনের ওই ব্যবসায়ীক প্রতিষ্ঠান সমূহকে ডিলিং লাইসেন্স করার জন্যে সাত দিনের সময় দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য বিক্রি করায় আল জিয়া সুইটস প্লাসের মালিক জসিম উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, রামুর চৌমুহনী স্টেশনে ১৪ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ডিলিং লাইসেন্স না থাকায় ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের আগামী ৭ দিনের মধ্যে ডিলিং লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি বলেন, ডিলিং লাইসেন্স হলো একটি আইনগত অনুমতি পত্র বা নির্দিষ্ট পণ্য ডিল করার লাইসেন্স যা একটি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা চালানোর জন্য প্রয়োজন। ডিলিং লাইসেন্স ব্যবসার ধরন এবং স্থানের উপর ভিত্তি করে সরকার দ্বারা প্রদত্ত হয়। এটি ব্যবসায়ীক কার্যক্রমকে নির্দেশিত এবং নিয়ন্ত্রিত রাখতে সহায়তা করে। তিনি জানান, ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থাকা সত্ত্বেও নির্দিষ্ট কিছু পণ্যের জন্য আলাদা ভাবে ডিলিং লাইসেন্সের প্রয়োজন আছে।