রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত গরীব, অসহায়, উপবৃত্তি বঞ্চিত ও প্রতিবন্ধী শিক্ষার্থীসহ নানা খাতে ৫ লাখ টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অভিভাবকদের উপস্থিতিতে ওই অর্থ বিতরণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পালর্স বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী মো: সাইফুল ইসলাম চৌধুরী কলিম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন বিদ্যালয়ের হেড মৌলভি আবু মুছা কুতুবি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মো: মহি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী হাফিজুল ইসলাম চৌধুরী, গর্জনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য নুরুল আলম মেম্বার, নাছির উল্লাহ চৌধুরী, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, আসহাব উদ্দিন, সুকুমার বড়ুয়া, সীমলা প্রভা দে, রহিম উল্লাহ, সুজন কান্তি দত্ত প্রমূখ।