কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা প্রিয়তোষ পাল পিন্টু পরলোক গমণ করেছেন।
তিনি রবিবার, ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত নয়টায় কলকাতার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ম্যাডিকেল সেবাকেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কক্সবাজারে সাংবাদিকতার এক বটবৃক্ষ ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন জেলার সর্বস্তরের মানুষ।
কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, কক্সবাজার শহরে বসবাস করতেন। তাঁর পৈত্রিক বাড়ি রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাল পাড়ায়।