এশিয়ান গেমসে একের পর এক হারের খবর ছিল বাংলাদেশের। তবে দিনের শেষে এসে কিছুটা স্বস্তি দিয়েছে পুরুষ ফুটবল। শক্তিশালী চীনকে রুখে দিয়েছে তারা। ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।
চীনের বিপক্ষে নাকানিচুবানি খেয়েছে গ্রুপের অন্য দুই দল ভারত ও মিয়ানমার। বাংলাদেশ আবার ঐ দুই দলের বিপক্ষে হেরেছিল। তাই চীনের বিপক্ষে বাংলাদেশ হারবে এমনটাই অনুমেয় ছিল। সকল অনুমান ভুল প্রমাণ করেছে বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচে বাংলাদেশ জিতলেও অবাক হওয়ার ছিল না। একাধিক গোলের সুযোগ মিস না হলে ফলাফল ভিন্ন হতেই পারতো।
রোববার শ্যাংচেন স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না তাদের। বাংলাদেশ গত দুই ম্যাচেও ভালো ফুটবল খেলেছে। মিয়ানমারের বিপক্ষে আত্মঘাতী ও ভারতের বিরুদ্ধে পেনাল্টিতে গোল হজম করে হেরেছে। চীনের পরের রাউন্ড নিশ্চিত হওয়ায় আজ একাদশে অনেক পরিবর্তন এনেছে। এরপরও চীনের মাটিতে চীনের বিপক্ষে এক পয়েন্ট পাওয়া বাংলাদেশের জন্য বড় কৃতিত্ব।
চার দলের এ-গ্রুপ থেকে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সেরা হয়ে শেষ ষোলতে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতও। তৃতীয় সেরা হওয়ার দৌড়ে রয়েছে মিয়ানমার। বাংলাদেশ গত এশিয়ান গেমসে নক আউট পর্বে খেলেছিল।
সূত্র : ঢাকা পোস্ট