কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বর্ষীয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এক শোকবার্তায় এমপি কমল প্রবীণ এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, কক্সবাজারের কৃতি সন্তান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ছিলেন একজন নির্লোভ, সৎ ও সাহসী সাংবাদিক। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পক্ষের আপসহীন কণ্ঠ এই কলমসৈনিক সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমৃত্যু অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক সাংবাদিককে হারালাম।