মাদক-সন্ত্রাসের সাথে জড়িতদের সৎপথে ফিরিয়ে আনতে, অভিভাবকদেরকে সচেতন হতে হবে। তাদের সংশোধন করা না হলে তাদের বাবা-মাকেই আইনের আওতায় আনা হবে। কোন বন্ধু বা আত্মীয় স্বজন যদি তাদের সহযোগিতা করেন তাদেরও ছাড় দেয়া হবে না।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় রামু হাসপাতাল গেইট এলাকায় অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, ছিনতাই প্রতিরোধে স্থানীয়দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের এ কথা বলেন।
এলাকার শান্তি শৃংখলা রক্ষাকল্পে অনুষ্ঠিত এ সভায় ওসি আবু তাহের আরও বলেন, খারাপদেরকে ভালো হতেই হবে, নাহলে শ্রীঘরে যেতে হবে। সমাজে হয় তারা (খারাপ) থাকবে না হয় আমরা ভালোরা থাকবো। এলাকায় কোন মাদক বেপারী, মাদকাসক্ত, ছিনতাইকারী খারাপ লোক বসবাস করতে পারবে না। সচেতন জনগণের সমন্বয়ে এলাকার শান্তি শৃংখলা রক্ষায় কমিটি গঠন করবেন বলেও তিনি জানান।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ বেতার সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামুর সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, রামু প্রেস ক্লাবের সভাপতি নীতিশ বড়ুয়া, মানবাধিকার কমিশন রামুর সভাপতি হাফেজ আহমদ, জোয়ারিয়ানালা ২ নং ওয়ার্ডের মেম্বার আমিন উদ্দিন মনু, সাবেক মেম্বার নুরুল ইসলাম প্রমুখ। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ আলমের পবিত্র কোরআন তিলাওয়াতে এ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ছৈয়দ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নুরুচ্ছাফা সও, জহির আহমেদ, জয়নাল আবেদিন, শের আলী, আব্দুর রহিম, মাহবুব আলম প্রমুখ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।