নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে মধ্য রাতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এক ড্রেজার মালিককে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, অবৈধভাবে নদী থেকে বালু তোলার দায়ে আটক ড্রেজারের মালিককে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।
এর আগে শুক্রবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার চাঁনপুর এলাকা থেকে ড্রেজারটি আটক করা হয়। পরে এটিকে পুলিশি সহায়তায় ওইদিন বিকেলেই ঘটনাস্থল থেকে সড়িয়ে পান্থশালা ঘাটে এনে তালা লাগিয়ে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) ৯ থেকে ১০টা ড্রেজার দিয়ে উপজেলা চাঁনপুরের মেঘনা পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে শুক্রবার (৬ অক্টোবর) ভোরে চাঁনপুর ও কালিকাপুর এলাকাবাসী কয়েকটি নৌকা নিয়ে একটি ড্রেজার আটক করে। পরে ড্রেজার আটকের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে সেইদিন বিকেলে ড্রেজারটিকে পান্থশালা ঘাটে এনে পুলিশের হেফাজতে রাখা হয়।
সূত্র : ঢাকা পোস্ট