বুধবার (১৮ অক্টোবর) জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল দিবস’। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও কারিগরি শিক্ষা অধিদফতর দিবসটি উদযাপনে শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের গত ২ অক্টোবরের নির্দেশনায় বলা হয়— বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস উদযাপন নীতিমালা অনুযায়ী, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য র্যালির আয়োজন, দেয়ালিকা তৈরি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, দোয়া মহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করতে হবে।