রামুতে পাহাড় কেটে সরকারি জমিতে পাকা ভবন তৈরি করে পোল্ট্রি খামার নির্মাণ করা হচ্ছে। এ অভিযোগে মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পাহাড় কেটে পোল্ট্রি খামার নির্মাণকারী ওসমান ও তার সহযোগিরা পালিয়ে যায়। ওসমান ওই এলাকার আমান উল্লাহর ছেলে।
ভ্রাম্যমান আদালতের এ অভিযানে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্য সহ স্থানীয় গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা আমাদের রামু কে জানান, কাউয়ারখোপের টিলা পাড়া এলাকায় পাহাড় কেটে সরকারি জমিতে ওসমান নামে এক ব্যক্তি পোল্ট্রি খামার নির্মাণ কাজ শুরু করে। এ অভিযোগে মঙ্গলবার বিকালে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেল পাহাড়ের বেশ কিছু অংশ কাটা হয়েছে। পাহাড়ের পাশে মাটি ভরাট করে, রড়-সিমেন্টের পাকা পিলার তৈরি করা হচ্ছে। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ওই স্থান থেকে বেশ কিছু রড় জব্ধ করা হয়। জব্ধকৃত রড় স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলমের জিম্মায় রাখা হয়েছে।
ইউএনও ফাহমিদা মুস্তফা আরও জানান- পাহাড় কাটা ও যত্রতত্র মুরগীর বিষ্ঠা পেলে পরিবেশের ক্ষতি করায়, অভিযুক্ত ওসমানের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়াও এ ঘটনা কক্সবাজার পরিবেশ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পাহাড় কাটায় জড়িত ব্যক্তিকে কোনভাবেই ছাড় দেয়া হবে না।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কাউয়ারখোপ ইউনিয়নে মনিরঝিল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
তিনি জানান, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় নদীর তীর ও চলাচলের পথ দখল করে স্থাপনা নির্মাণের খবর পেয়ে এ অভিযান চালানো হয়। অবৈধ ঘেরাবেড়া দীর্ঘ বছরের চলাচলের অবরুদ্ধ রাখা পথ উন্মুক্ত করে দেয়া হয়েছে।
এ অভিযানেও রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক, ইউপি সদস্য মীর কাশেম, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্য সহ স্থানীয় গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংবাদকর্মীরা কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলাপাড়া এলাকায় পাহাড় কেটে পোল্ট্রি খামার নির্মাণ এবং একই ইউনিয়নের মনিরঝিল গ্রামে শত বছরের পুরনো সড়ক দখল করে স্থাপনা নির্মাণ ও ঘেরাবেড়া দিয়ে জনচলাচল বন্ধের অভিযোগ করেন। সভার সিদ্ধান্তক্রমে ইউএনও ফাহমিদা মুস্তফা তাৎক্ষনিক সিদ্ধান্তে এ অভিযান পরিচালনা করেন বলে জানান, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।