জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে (অনূর্ধ্ব- ১৭) কক্সবাজার জেলা পর্যায়ের খেলায় জয় পেয়েছে টেকনাফ ও রামু উপজেলা ফুটবল দল। শুক্রবার (২০ অক্টোবর) কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনূর্ধ্ব- ১৭ বালক ও বালিকা দলের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৩টায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে (অনূর্ধ্ব- ১৭) মুখোমুখি হয়, রামু উপজেলা ও কক্সবাজার সদর উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালিকা দল। এতে উভয় দলের খেলোয়াড়রা নান্দনিক খেলা দর্শকদের উপহার দিলেও, নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হয় এ খেলাটি। রামু উপজেলা ও কক্সবাজার সদর উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালিকা দলের এ খেলাটি টাইব্রেকারে নিষ্পত্তি করা হয়। টাইব্রেকারে রামু উপজেলা ৩-২ গোলে কক্সবাজার সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে। আজ শনিবার বিকাল ৩টায় রামু উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালিকা দল সেমিফাইনালে মুখোমুখি হবে, মহেশখালী উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালিকা দলের সাথে। খেলা পরিচালনায় আবু নাঈম লিটন রেফারী, মোজাম্মেল হক, আরফাতুল ইসলাম ও আবুল কাশেম কুতুবী সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন।
রামু উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালিকা দল: তাহমিনা ইয়াসমিন (অধিনায়ক), মিকি বড়ুয়া, আবিদা সুলতানা, উছাইন থে, উর্মি আকতার, ব্রাতলাই মুরং, তানজিনা ইসলাম, শাকিলা ইয়াছমিন, ফারজানা কাদের, তাহমিনা আকতার, জারিয়া আকতার। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, উর্মি বড়ুয়া, মুমু বড়ুয়া, রাজিয়া আকতার, চিং চিং মারমা, তুমওয়ই মুরং, কমপুং মুরং, রাবিয়া আকতার।
কক্সবাজার সদর উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালিকা দল: তাহিয়া জান্নাত তিসা, জিন্নাত আরা, জান্নাতুন মাওয়া, তাসমিন আকতার, রাদিয়া তাবাস্সুম পুস্পা, মুনতারিন জান্নাত আফসানা, ইয়াসমিন আকতার, সায়মা আফরিন, তানছা খান তাজমিন, সোনিয়া আকতার, শ্রাবণী রাণী দে। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, মায়মুনা, উম্মে সায়মা, মোকররমা, তাহিয়া, শারমিন, জাকিয়া, আফরিন।
শুক্রবার দিনের দ্বিতীয় খেলায় বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হয়, রামু উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালক দল বনাম টেকনাফ উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালক দল। এ খেলাটিও নির্ধারিত সময়ে গোলশূন্য ভাবে শেষ হয়। টাইব্রেকারে টেকনাফ উপেজলা (অনূর্ধ্ব- ১৭) বালক দল ৪-৩ গোলে রামু উপেজলা (অনূর্ধ্ব- ১৭) বালক দলকে পরাজিত করে। এ খেলাটি পরিচালনায় আবুল কাশেম কুতুবী রেফারী, সুমন দে, মুবিন ও আলী হোছাইন সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন।
টেকনাফ উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালক দল: রিয়াজুল ইসলাম, শেখ কামাল, আহসান সিকদার, আরমান হোসাইন, আবদুল আমিন, ওমর সাদেক, মো. সোহেল, সাইফুল, রাশেদুল করিম, ছৈয়দ নুর, মো. রিদোয়ান। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, মো. নুর-১, মো. নুর-২, আনোয়ারুল ইসলাম, জাহেদুল ইসলাম, আমিনুল হক, শাহ জালাল, মো. শাহেদ।
রামু উপজেলা (অনূর্ধ্ব- ১৭) বালক দল: রিয়াজ উদ্দীন (অধিনায়ক), মো. জিয়াউল আরফাত, তানজিল আলম চাঁদ, আদনান পারভেজ, শাহরিয়ার হোসাইন, নিশান বড়ুয়া, মনিরুল ইসলাম শাহিন, অর্জুন বড়ুয়া, মিরফাত হাসনাত ফাহিম, আহমদ হোবাইব হোসেন, নাদিম মো. আরিফ। অতিরিক্ত খেলোয়াড় ছিলেন, নবদ্বীপ বড়ুয়া, হাবিব কামাল সাইমুন, সাইমুম ছিদ্দিকী, মো. ইশমামুল হক, শচীন বড়ুয়া, মো. মারুফ, আসাদুল খালেক সোহেল।