কক্সবাজার জেলা পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মো. ইউনুচ রানা চৌধুরী ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কক্সবাজার জেলার আয়োজনে মঙ্গলবার, ৩১ অক্টোবর সকাল ১১ টায় কক্সবাজারস্থ হোটেল নিসর্গ হল রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক মো. এনামুল হক। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন নব নির্বাচিত সভাপতি মো. ইউনুচ রানা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের জীবিকায়নে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পল্লী উন্নয়ন বোর্ড ও পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন যৌথভাবে কাজ করছে। দেশ ও জনকল্যাণে কক্সবাজার জেলা পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মো. ইউনুচ রানা চৌধুরীসহ সকল সদস্যবৃন্দ আন্তরিকভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু বিআরডিবির অফিসার মহি উদ্দিন শরীফ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জাহেদ হোসেন চৌধুরী, টেকনাফ বিআরডিবি সভাপতি এম,এ হাসেম, মহেশখালী বিআরডিবির সভাপতি নুরুল কবির, চকরিয়া বিআরডিবির সভাপতি ও কক্সবাজার জেলা পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন সহ সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম, সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু রাজারকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, চকরিয়া উপজেলা বিআরডিবি অফিসার মো. শাহাদাৎ হোসেন, টেকনাফ বিআরডিবি’র অফিসার চিন্ময় বড়ুয়া, পেকুয়া উপজেলা বিআরডিবি অফিসার মো. আজিজুর রহমান, কক্সবাজার জেলা পল্লী উন্নয়ন বোর্ডের জুনিয়র অফিসার সমুন কান্তি দে, রামু বিআরডিবি ম্যানেজিং কমিটির সদস্য মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু বিআরডিবি’র সহকারি ফিল্ড অফিসার মো. আজগর আলী, মো. মাইনুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- রামু পল্লী উন্নয়ন সহকারি মোঃ হানিফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প কর্মকতা প্রতিময় খীসা ও ফাতেমা তুজ জোহরা রানী।