রামুতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার, ১ নভেম্বর সকালে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। সকালে বর্ণাঢ্য র্যালী শেষে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।
“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নূরে আলম মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা।
উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান ও মোহাম্মদ ছৈয়দুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বেসরকারি সংস্থা সুশীলন এর প্রকল্প কর্মকর্তা (লাইভলীহুড) রিয়াদ আরেফিন, ইফসার উপজেলা ম্যানেজার সাহাব উদ্দিন, মাঠ কর্মকর্তা জিটু বড়ুয়া, রামু ইয়ুথ রিসোর্স সেন্টারের সভাপতি মামুনুর রশিদ, সাহিত্যঘর গণগ্রন্থাগারের সভাপতি রিমন বড়ুয়া, রশিদনগর স্যোশাল এন্ড বিজনেস যুব সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষিত যুবক-যুবতীদের ঋনের চেক বিতরণ করেন।