দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলায় মোট ১৮২টি ভোটকেন্দ্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।
জেলার ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়নের ১৮২টি ভোটকেন্দ্রে কোনো সংঘাত ছাড়াই নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলে বিকাল ৫টার পর থেকে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে।
বেসরকারিভাবে প্রাপ্ত ১৮২টি কেন্দ্রের ফলাফলে বীর বাহাদুর উশৈসিং ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। এ নিয়ে তিনি টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এ টি এম শহিদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩ শত ৬১ ভোট।
৩০০নং আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৩ জন ও নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন।
মোট ভোটের ৬৪.৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।
রোববার (৭ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণার কন্ট্রোল রুমে বেসরকারিভাবে ৩০০ নং আসনে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈসিংকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।
প্রসঙ্গত, বান্দরবান ৩০০ নং আসনে বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালে, ১৯৯৬ সালে, ২০০১ সালে, ২০০৮ সালে, ২০১৪ সালে ও সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ২০১৪ সালের ১২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।