বার্তা পরিবেশক:
কক্সবাজার সাহিত্য একাডেমীর একটি প্রতিনিধিদল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষ্যাৎ করেছেন। গত ১৭ অক্টোবর ২০১৬ সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি, লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি কক্সবাজার উন্নয়ন কর্র্তৃপক্ষের কার্যালয়ে এই এই সৌজন্য সাক্ষ্যাৎ ও মতবিনিময় হয়েছে। এর আগে একাডেমীর সভাপতি সহ একাডেমীর প্রতিনিধিদলটি চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ ও অন্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, সাহিত্য-সংস্কৃতি হচ্ছে জাতির উন্নয়নের মাপকাঠি। মানুষ মাত্রই সাহিত্য প্রিয়। বিশেষ করে কক্সবাজারের মানুষ নিত্য সাহিত্য সৃষ্টি করছে। কক্সবাজারের ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্যই মানুষকে কবি, সাহিত্যিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করে। কক্সবাজারের একদিকে বিশাল সমুদ্র অপরদিকে সবুজের সমারোহ, গিরিকুন্তলা।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান বলেন, আমাদের প্রাণপ্রিয় শহর কক্সবাজারসহ কক্সবাজার জেলাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য ইতোমধ্যেই মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তৈরি করা হয়েছে ভূমির ব্যবহার নীতিমালা।
তিনি বলেন, কক্সবাজারকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য সর্বস্তরের জনতাকে সহায়তা করতে হবে। বিশেষ করে যার যার অবস্থান থেকে কক্সবাজার জেলাকে সাজাতে প্রয়োজনীয় পরামর্শ, সাহায্য, সহযোগিতা প্রদানের জন্য তিনি জেলাবাসীর প্রতি আহবান জানান।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে তিনি আমাকে এই গুরুদায়িত্ব দিয়েছেন। ফলে যে কোনো মূল্যেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের মূল্যায়ন করার জন্য সর্বদা সচেষ্ট থাকবো।
কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এখনো প্রাথমিক স্তর। এই প্রাথমিক স্তর কেটে উঠে কক্সবাজারকে সাজানোর উপযোগি হওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হবে।
তিনি আরো বলেন, কক্সবাজারের সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে ন্যূনতম সাহায্য-সহযোগিতা করার থাকলে আমরা করতে চেষ্টা করবো।
প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সাহিত্য একাডেমীর সহ-সভাপতি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, একাডেমীর স্থায়ী পরিষদ সদস্য গবেষক নূরুল আজিজ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও স্থায়ী পরিষদ সদস্য কবি মীর্জা মনোয়ার হাসান, একাডেমীর নির্বাহী কমিটির অর্থ সম্পাদক কবি মোহাম্মাদ আমিরুদ্দীন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কবি শামীম আকতার, নির্বাহী সদস্য, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল, নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, কক্সবাজার কেজি মডেল হাইস্কুৃলে শিক্ষক ছড়াকার জহির ইসলাম ও একাডেমীর সদস্য রাজাপালং সিনিয়র মাদরাসার আবরি বিভাগের প্রভাষক মাওলানা রহমত সালাম প্রমুখ।
উন্নয়ন কর্তপক্ষের নবনিযুক্ত সদস্য প্রকৌশলী বদিউল আলম ও এডভোকেট প্রতিভা দাশ এসময় উপস্থিত ছিলেন।