হাফিজুল ইসলাম চৌধুরী, নিজস্ব প্রতিবেদক
আমাদের রামু ডটকম :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই দিন ব্যাপি লাগসই প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রোববার ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন বান্দরবানের নবাগত জেলা প্রশাসক (ডিসি) দীলিপ কুমার বণিক।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম শাহেদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ক্যউচিং চাক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম ইকবাল চৌধুরী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং সই অং মার্মা প্রমুখ।