প্রেস বিজ্ঞপ্তি:
রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগের যুগ্ম-মহাসচিব ও অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম’র চট্টগ্রামের ব্যুরো এডিটর রামুর কৃতি সন্তান সাংবাদিক তপন চক্রবর্তী চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য নিযুক্ত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রামুর কর্মরত সাংবাদিকরা।
অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় সাংবাদিক তপন চক্রবর্তীর মঙ্গলময় জীবন ও সমৃদ্ধি কামনা করেছেন দৈনিক ইত্তেফাক রামু(কক্সবাজার) সংবাদদাতা দর্পণ বড়ুয়া, দৈনিক সমকাল রামু(কক্সবাজার)প্রতিনিধি খালেদ শহীদ, দৈনিক পূর্বকোণ রামুর নিজস্ব সংবাদদাতা নীতিশ বড়ুয়া, দৈনিক সুপ্রভাত রামুর নিজস্ব প্রতিনিধি এইচ বি পান্থ, দৈনিক আজাদী’র রামু প্রতিনিধি সুনীল বড়ুয়া, দৈনিক ইনকিলাব’র রামু সংবাদদাতা এম আব্দুল্লাহ আল মামুন, দৈনিক বাকঁখালীর রামু প্রতিনিধি খালেদ হোসেন টাপু, দৈনিক কক্সবাজার রামুর ষ্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ, দৈনিক হিমছড়ি রামুর নিজস্ব প্রতিবেদক ওবাইদুল হক নোমান, দৈনিক আজকের দেশবিদেশ রামুর নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ ভুট্টো, দৈনিক সাগরদেশ’র রামু সংবাদদাতা হাসান তারেক মুকিম, দৈনিক দৈনন্দিন’র রামু প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক ইনানী রামুর ষ্টাফ রিপোর্টার অর্পণ বড়ুয়া।
এছাড়া রামু থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল রামু নিউজ ডটকম, রামু টাইম্স ডটকম, আমাদের রামু ডটকম পরিবারের সকল সাংবাদিক ও লেখকরা সাংবাদিক তপন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন।