প্রেস বিজ্ঞপ্তি:
রামু উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর যুগ্ম মহাসচিব, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক তপন চক্রবর্তী চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি তার দীর্ঘায়ু ও মঙ্গলময় জীবন কামনা করে বলেন, তপন চক্রবর্তী একজন সৎ, ন্যায় পরায়ন ও নির্ভীক সাংবাদিক হিসেবে পরিচিত। তার বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে রামু-কক্সবাজারবাসীর আশা-আকাঙ্খার কথা উচ্চারিত হচ্ছে।
তপন চক্রবর্তী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম ওয়াসার বোর্ড মেম্বার হওয়ায় রামু-কক্সবাজারবাসী আরো একধাপ এগিয়ে গেলো বলে অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়।