বার্তা পরিবেশক:
কক্সবাজার সাহিত্য একাডেমীর ৩৭৮তম পাক্ষিক সাহিত্য সভায় চলতি ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত মার্কিন গায়ক ও গীতিকার রবার্ট আ্যালেন জিমারম্যান যিনি সংগীত বিশ্বে বব ডিলাস নামে খ্যাত তাঁর জীবনালেক্ষ নিয়ে আলোচনা করা হয়েছে।
একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের শুরুতে একাডেমীর নির্বাহী সদস্য কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল মূল প্রবন্ধ পাঠ করেন।
লিখিত প্রবন্ধের উপর আলোচনা করেন একাডেমীর সদস্য এডভোকেট নূরুল হক, কক্সবাজার ইসলামীয়া আদর্শ মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার আরবি বিভাগের অধ্যাপক ড, মোহাম্মদ নূরুল আবসার, একাডেমীর অর্থ সম্পাদক মোহাম্মদ আমিরুদ্দীন, সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক উজ্জল কান্তি হুর।
আলোচনা অনুষ্ঠনে বক্তাগণ বলেছেন, বব ডিলান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি ১৯৭১ সালে ১লা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনসমর্থন আদায় এবং যুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করার লক্ষে ‘বাংলাদেশ কনসার্টে’ অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভিয়েতনামে যুদ্ধলিপ্ত তখন তিনি দ্ধ বিরোধী গানের মাধ্যমে জনমত সৃষ্টি করেন।
১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরও গীতাঞ্জলি লিখেই নোবেল পুরস্কার লাভ করেন।
সংগীত যেহেতু সাহিত্যের একটি শাখা সে বিবেচনায় নোবেল কমিটি সঠিক পাত্রেই চলতি ২০১৬ সালের জন্যপ্রুরস্কার প্রদানের জন্য সঠিক মানুষটি বাছাই করেছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীর সহ-সভাপতি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, নির্বাহী সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ পিটিআইর প্রাক্তন সুপার রাজবিহারী চৌধুরী, নির্বাহী সদস্য ছড়াকার নূরুল আলম হেলালী ও মোহাম্ম্দ লোকমান।
একাডেমীর পরবর্তী সাহিত্য সভা অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর ২০১৬ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় কক্সবাজর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
সাহিত্য সভায় একাডেমীর সংশ্লিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদি, সাহিত্যানুরাগী, চিন্তাশীল গবেষক, বুদ্ধিজীবীসহ সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।