প্রজ্ঞানন্দ ভিক্ষু:
লোভ, দ্বেষ এবং মোহাচ্ছন্ন এই পৃথিবীতে আমরা কেবল ভোগে মজে আছি। কিন্তু দান মানুষের ত্যাগ শক্তি বাড়ায়। আর যাদের ত্যাগ করার ক্ষমতা বেশি তারাই সব থেকে বেশি সুখী হতে পারে।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ সাংঘিক সংগঠন বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ, একুশে পদকপ্রাপ্ত পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের ২১ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের পশ্চিম পাহাড়তলী বড়ুয়া পাড়াস্থ উঃ কোসল্লা বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ভদন্ত সারমিত্র মহাথের। দ্বিতীয় পর্বে প্রধান সদ্ধর্ম দেশক ছিলেন উখিয়া জ্ঞানসেন ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রর পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের।
রামু কেন্দ্রীয় সীমা বিহারের প্রজ্ঞানন্দ ভিক্ষুর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত দানসভায় ধর্মদেশক ছিলেন উখিয়া পাতাবাড়ি আনন্দ ভবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি থের, রামু কেন্দ্রীয় সীমা বিহারের ভদন্ত শীলপ্রিয় থের, রামু ফারিকুল প্রজ্ঞামিত্র বৌদ্ধ ভিক্ষু-শ্রমণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রর পরিচালক ভদন্ত শীলমিত্র থের, পূর্ব রত্না আনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতি প্রজ্ঞা থের, ভালুকিয়া বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতি শান্ত ভিক্ষু প্রমুখ।
সভায় পন্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন উঃ কোসল্লা বৌদ্ধ বিহারের সভাপতি বাবুল বড়ুয়া। এর আগে উঃ কোসল্লা বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া আবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উঃ কোসল্লা বৌদ্ধ বিহারের সভাপতি আর কে কে চেয়ারম্যান বাবুল বড়ুয়া, আর কে কে’র সিভুজু অশোক বড়ুয়া, সাবেক ইউপি চেয়ারম্যান দীপক বড়ুয়া, বিআরডিসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্রনাথ বড়ুয়া, মাষ্টার বোধিমিত্র বড়ুয়া, বৌদ্ধ সমিতির সাবেক সহ-সভাপতি নিরঞ্জন বড়ুয়া, বাবুলাল বড়ুয়া, অমিতাব বড়ুয়া প্রমুখ।