নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় ১১জন সন্তানের ঠাঁই হয়েছে আওয়ামীলীগের কক্সবাজার জেলা কমিটিতে। এতে করে কক্সবাজারের জনপদ পেকুয়ায় ক্ষমতাসীনদল আওয়ামীলীগের রাজনীতিতে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য ভাব। সদ্য ঘোষিত জেলা আওয়ামীলীগের কমিটিতে পেকুয়ার ১১জন অর্ন্তভুক্ত হয়েছেন।
এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে উজ্জ্বীবিত ভাব পরিলক্ষিত হয়েছে। দলের নিবেদিত প্রাণ প্রবীণ ও নবীণদের সমন্বয়ে গঠিত জেলা কমিটিতে বিভিন্ন পদবীতে যোগ্যতম নেতৃত্বকে বেছে নিয়েছেন আওয়ামীলীগ। এতে করে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চারিত হয়েছে। নেতাকর্মীরা আনন্দে হয়েছেন আত্মহারা।
দীর্ঘ ১যুগ পর প্রিয় নেতারা জেলা আওয়ামীলীগের আকাঙ্খিত ও প্রত্যাশিত পদবীতে অলংকিত হয়েছেন। এর প্রাপ্তি ও সাধুবাদ জানাতে অত্যন্ত তৎপর হন তৃণমুলসহ পেকুয়ার স্থানীয় নেতাকর্মীরা।
গত ২০ অক্টোবর বিভিন্ন সংবাদ মাধ্যমে জেলা আ.লীগের ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি প্রকাশিত হয়েছে। ঘোষিত ওই কমিটিতে পেকুয়া উপজেলা থেকে ১১জনকে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
এ সংবাদে পেকুয়ায় নেতাকর্মীরা শুক্রবার বিকেলে বিভিন্ন স্থানে মিষ্টি বিলি করেছেন। বিশেষ করে সুচিন্তা বাংলাদেশ ওইদিন পেকুয়াবাসির মাঝে বিপুল পরিমান মিষ্টি বিলি করেন। তারা পেকুয়াবাজারস্থ সুচিন্তা বাংলাদেশ এর অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক এড.রাশেদুল কবির ও ছাত্রলীগ নেতা ফারুক আজাদের ব্যবস্থাপনায় উচ্ছাসিত নেতাকর্মীদের মাঝে এসব মিষ্টি বিলি করেন। তারা রাজনৈতিক কার্যালয়, সংবাদকর্মীদের অফিস, বাণিজ্যিক প্রতিষ্টান ও ধর্মীয় প্রতিষ্টান সমুহতে মিষ্টিমুখ করাতে নিজস্ব উদ্যেগে এসব মিষ্টি বিলি করেছেন।
এসময় সুচিন্তা বাংলদেশ উপজেলা শাখার সদস্য মো.শাহজামাল, মো.শাহাদাতুল কবির, মো.হেফাজ উদ্দিন, সোহেল রানা, মাঈনউদ্দিন, আব্দুল আজিজ, সদস্য মতিউর রহমান, মোকাদ্দেছ, আব্দুল আজিজ, মুবিন, এনাম প্রমুখ এ কার্যক্রমে সার্বিক সহায়তা করেছেন।
জানা গেছে, সদ্য ঘোষিত জেলা কমিটিতে স্থান পেয়েছেন সুচিন্তা বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ড.মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিব। জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে তাকে অধিষ্টিত করা হয়েছে। একই কমিটিতে তাঁর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান নেতা, অবিভক্ত মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান ও দৈনিক কক্সবাজার সম্পাদক আলহাজ্ব মো.নুরুল ইসলামকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে।
একইভাবে পেকুয়া সদর ইউপি থেকে তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামীলীগের সাবেক জেলা কমিটির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক এড. কামাল হোসেনকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয়। জেলা আ.লীগের সহসভাপতি পদে এড.আমজাদ হোসেনকে আসীন করা হয়েছে।
এছাড়া পেকুয়ার সন্তান জেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এড.জহিরুল ইসলামের সুযোগ্য সন্তান দৈনিক দৈনন্দিন পত্রিকার সম্পাদক রাশেদুল ইসলাম, মগনামার সন্তান সাবেক কমিটির প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, পেকুয়া উপজেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম গিয়াস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.হোসেন বি.এ, জেলা যুবলীগের সহ-সভাপতি জিএম আবুল কাশেম, মহিলা আ.লীগ নেত্রী উম্মে কুলসুম মিনুকে জেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটিতে প্রভাবশালী সদস্য করা হয়েছে।