মোয়াজ্জেম হোসাইন সাকিল:
কক্সবাজারে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে সচেতন ও দ্বায়িত্ববান হতে হবে। ড্রাইভার, যাত্রী, পথচারী, গাড়ীর মালিক ও সড়কে আইন প্রয়োগকারীদের পারষ্পরিক দোষারোপ বাদ দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সোচ্চার হতে হবে।
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ২২ অক্টোবর দুপুরে সংগঠনের সভাপতি ও দৈনিক গণসংযোগ এবং পাক্ষিক মেহেদী পত্রিকার প্রধান সম্পাদক মোঃ জসিম উদ্দীন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খোরশেদ আরা হক এম.পি।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় জেলা প্রশাসক মো: আলী হোসেন ও কক্সবাজার সদর মডেল থানার নবাগত সিনিয়র এএসপি মো: রেজাউল করিম।
সমাবেশে সংগঠনের উপদেষ্টা দৈনিক রূপালী সৈকত পত্রিকার সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোয়াজ্জেম হোসাইন সাকিল, সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, অর্থ সম্পাদক এস এম ছুরত আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম ইদ্রিস আহমদ, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক এম.এ. মঞ্জুর, আইন বিষয়ক সম্পাদক এড. সাকী-এ-কাউছার, সাংস্কৃতিক সম্পাদক সংগীত শিল্পী তালেব মাহমুদ, সংগঠনের মহেশখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শাহ আলম রাহাত, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ফকির আলমগীর, রফিকুল ইসলাম সোহেল, জয়নাল আবেদীন, মোঃ আবদুন নুর সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজল কাদের নূরী, রমজান আলী, শেফায়েত হোসেন সিকদার, রুবেল সিকদার, ফরিদুল আলম হেলালী, সোহরাব হোসেন চৌধুরী, ফরিদুল আলম, মোস্তাক আহমদ, আব্দু সালাম, নাজিম উদ্দিন, মোঃ ইসহাক প্রমুখ বক্তব্য রাখেন।
জেলার সকল স্তরের জনগণ দল-মত নির্বিশেষে র্যালী ও পথসভায় অংশগ্রহণ করেন।