বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার বাগানের তিন নৈশ প্রহরীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। রবিবার ভেঅর ৩টার দিকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন মধ্যম বাইশারী এলাকার বাসিন্দা সুলতান আহমদের ছেলে আজিজুল হক (৩২), হলুদ্যাশিয়া এলাকার বাসিন্দা বেত কালুর ছেলে নুরুল আলম (৩৫) এবং উত্তর বাইশারী এলাকার বাসিন্দা মৃত কালু ফকিরের ছেলে আব্দু শুক্কুর। বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসার নেতৃত্বে উদ্ধার অভিযানে রয়েছেন একদল পুলিশ।খবর বাংলা ট্রিবিউনের।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম জানান, রবিবার (২৩ অক্টোবর) ৯নং ওয়ার্ডের আওতাধীন বেতডুরি এলাকা থেকে ভোর রাত আনুমানিক ৩টার দিকে রাবার বাগান ফ্যাক্টরিতে ডিউটি করার সময় তিন প্রহরীকে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে অপহৃতদের পরিবারের কাছে তিন লাখ টাকা করে মুক্তিপণ চায়।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে বাইশারীর গহীন পাহাড়ে অবস্থানরত একদল সন্ত্রাসী বিভিন্ন রাবার বাগান কোম্পানির কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছিল।