ফ্রান্স প্রতিনিধি:
শিল্প , সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদুরে স্তাই প্রতিষ্ঠিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাক জমকপূর্ণ পরিবেশে আগামী ১৩ নভেম্বর ২০১৬ রবিবার সারাদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হতে যাচ্ছে।
উক্ত দানময় ,শীলময় , পূন্যময় অনুষ্ঠানে ইউরোপ- আমেরিকা থেকে বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষুরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
.
পূণ্যার্থী দায়ক-দায়িকাদের শুভ প্রবারণার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে এই দানময় পুন্যানুষ্ঠানে সবার সবান্ধব উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন বহু গ্রন্থ প্রণেতা,পন্ডিতপ্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের ।