প্রজ্ঞানন্দ ভিক্ষু:
কক্সবাজারের রামু উপজেলার শ্রীকুল মৈদ্রী বিহারে দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর, সোমবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে উক্ত কঠিন চীবর দানানুষ্ঠান সম্পন্ন হয়।
কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সংঘদান, অষ্টপরিষ্কারদান এবং সবশেষে ছিল হাজার তৈল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা।
এদিকে বিকেলে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, একুশে পদক প্রাপ্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের সভাপতিত্বে কঠিন চীবর দান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধর্মদেশনা দান করেন বিমুক্তি বিদর্শন ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত করুণাশ্রী থের, উখিয়ারঘোনা জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় থের, রাংকুট বনাশ্রম বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিসেন থের, ফারিকুল বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র ভিক্ষু, পূর্ব রাজারকুল সদ্ধর্মোদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবিনয় ভিক্ষু, মছদিয়া ডলুকুল ধর্মাংকুর বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাশাসন ভিক্ষু প্রমূখ।
সভার শুরুতে সূচনা বক্তব্য রাখেন বিহারাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাতিলোক ভিক্ষু, স্বাগত বক্তব্য রাখেন কঠিন চীবর দানোৎসব ২০১৬ উদযাপন পরিষদের সভাপতি বাবুল বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন মৈত্রী বিহার পরিচালনা কমিঠির সভাপতি সন্তোষ বড়ুয়া।