খালেদ হোসেন টাপু:
কক্সবাজারের রামুতে অফিসার্স ক্লাবের আয়োজনে শীতকালীন ব্যাটমিন্টন খেলা ক্লাব প্রাঙ্গনে উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
এতে আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, প্রকৌশলী মাসুম আল মামুন, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ আবদুর মান্নান, রামু বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা সেলিমগীর হোসেন, শিবলু দাশ, এলজিইডির সহকারী উপ-প্রকৌশলী আবোজ উদ্দিন, সাংবাদিক খালেদ হোসেন টাপু, যুবলীগ নেতা ওসমান গনি, উপ-সহকারি প্রকৌশলী আলা উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ।
উদ্বোধনী ব্যাডমিন্টন খেলা পরিচালনা করেন রেফারী ওমর ফারুক মাসুম।