মায়াপাশ
তবু কেন ফিরে চাও?
পথে পথে প্রাণের জোয়ার
নবীন জরায়ু ছাড়ে সুখের অতল থেকে গাঢ় অন্ধকারে
নীরবে প্রতিমা গড়ে দিগন্তরেখায়
মানব-প্রচ্ছদে কায়া ভেতরে বিবর্ণ পৃষ্ঠার অনুভূতি
বাসের বিষাক্ত ধোঁয়া আচরিত মন
কেবল জীবন টানে মরণের ভেলা বেদনার পাড়ে পাড়ে…..
মৃত্যুদূত আসে, হাসে
দৃষ্টি বিনিময়ে যায় ফিরে
এই বেলা বড়ো দেরি
পদচিহ্ন আঁকে হাঁটি হাঁটি
সাত পা……..
সাতটি পদ্মের বুকে যে মানুষ হেঁটে যায় দুঃখ জয়ে
সংসারে বৈরাগ্য নেবে
রাজ্যপাট পুত্র জায়া কেবলই টানে………
কেন তবু ফিরে চাও?