স্টাফ রিপোর্টার :
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের বালুখালী টিভি রিলে কেন্দ্র এলাকা থেকে মিয়ানমারের অবৈধ পন্যসহ একটি অটোরিকশা জব্দ করেছে বিজিবি।
আজ সোমবার সকালে ঘুমধুম বিজিবির নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে এসব পন্য বাংলাদেশে আসছিল। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ৩ হাজার প্যাকেট মার্বেল সিগারেট, রাইস কপি ও সুপারী।
বিজিবির নায়েব সুবেদার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের রামু কে বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী ও অটোরিকশাচালক পালিয়ে যায় ।
এ ঘটনায় গুরা মিয়ার ছেলে মোহাম্মদ বুলু (৪০) ও জাফর আহমদের ছেলে কবির হোছেন (২৫)সহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।