বার্সেলোনায় সাফল্যের বৃষ্টি ঝরিয়ে বায়ার্ন মিউনিখ হয়ে পেপ গার্দিওলা এখন ম্যানচেস্টার সিটিতে। সপ্তাহ দুয়েক আগেই সাবেক ক্লাব বার্সেলোনার মুখোমুখি হয়েছিলেন কাতালান কোচ। এবারও পারেননি তিনি জিততে। ৪-০ গোলে হেরে নতুন লজ্জা নিয়ে ফেরার পর আজ (মঙ্গলবার) আবার মুখোমুখি হচ্ছেন তিনি বার্সেলোনার। ন্যু ক্যাম্পে তার দল ম্যানচেস্টার সিটিকে বিধ্বস্ত করেছিলেন তারই এক সময়কার প্রিয় শিষ্য লিওনেল মেসি। গার্দিওলার দলের বিপক্ষে বরাবরই জ্বলে উঠা আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়েই যত দুঃশ্চিন্তা। যিনি গার্দিওলার কাছে ‘অপ্রতিরোধ্য’। মেসির আক্রমণসঙ্গী নেইমারকেও প্রশংসায় ভাসিয়েছেন ম্যানসিটি কোচ। তার কাছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও দুর্দান্ত।
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ম্যানসিটির। টানা হারের পর গত লিগ ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। সেই আত্মবিশ্বাস নিয়েই মুখোমুখি হচ্ছে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বার্সেলোনার বিপক্ষে। গার্দিওলার দুঃশ্চিন্তাটা সবচেয়ে বেশি মেসি ও নেইমারকে নিয়ে। কাতালান ক্লাবটির আক্রমণভাগের দুই খেলোয়াড়কে নিয়ে সিটিজেন কোচের মন্তব্য, ‘বার্সেলোনার এই দুই খেলোয়াড় এক কথায় অপ্রতিরোধ্য।’খবর বাংলা ট্রিবিউনের।
বার্সেলোনার বিপক্ষে বারবার হতাশ হয়ে মাঠ ছাড়া গার্দিওলা ঘুরে দাঁড়াতে চান এবার। ইতিহাদের ফিরতি ম্যাচে তাই একটা পরিকল্পনা এঁকে রেখেছেন তিনি, ‘হ্যা, আমার একটা ধারণা আছে (ম্যাচ নিয়ে)। হয়তো চাপ প্রয়োগের জন্য আমরা এবার অন্য পথে এগোবো।’