খালেদ হোসেন টাপু:
কক্সবাজারের রামুর সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শকের কাঙ্খিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ২য় খেলা রামু বাঁকখালী নদীতে কাল (২ নভেম্বর) বুধবার শুরু হচ্ছে। আবারো বিভিন্ন গ্রাম থেকে দর্শকরা এসে সমবেত হতে থাকবে নদীর দুইপাড়ে। শিশু-কিশোর, ছেলে-বুড়োসহ সব শ্রেণিপেশার মানুষ দলবেঁধে ছুঁটে আসবেন আবহমান বাংলার নৌকা বাইচ উপভোগের জন্য। রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে ঘিরে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
এদিকে কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতি ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম সকল ক্রীড়ামোদী দর্শক, শুভাকাংখীদেরকে বাঁকখালী নদীতে খেলা উপভোগ এবং সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।