চলতি অর্থবছর শেষে দেশে প্রায় ২৫ লাখ করদাতা হবে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।খবর রাইজিংবিডির।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে প্রায় ১৩ লাখ করদাতা রয়েছে। চলতি অর্থবছরে প্রথম চার মাসে সাড়ে তিন লাখ নতুন করদাতা পেয়েছি। আশা করছি চলতি অর্থবছর শেষে দেশে করদাতা হবে প্রায় ২৫ লাখ।’
তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের দেশে করদাতার সংখ্যা খুবই কম। তবে আশা করছি আগামী দুই বছরের মধ্যে এ সংখ্যা একটা সম্মানজনক জায়গায় পৌঁছাবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা দেশ ও সমাজের উন্নয়নে রাজস্ব দেই। একসময় শুধুমাত্র দেশ পরিচালনার জন্য রাজস্ব আদায় করা হতো। কিন্ত এখন রাজস্ব আদায় করা হয় রাষ্ট্র পরিচালনার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন করতে।’
মুহিত বলেন, আয়কর মেলার উদ্দেশ্য ছিল করদাতাকে কর প্রদানে উৎসাহিত করা এবং কর আদায়কারীদের মধ্যে জনবান্ধব মনোভাব তৈরি করা। আয়কর মেলা এখন উৎসবে পরিণত হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, কর কাঠামোকে আরো সহজ করতে সংস্কার চলছে। এটা চলমান প্রক্রিয়া, ভবিষ্যতে আরো সহজ করা হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার জন্য ই-ফালিং এর উদ্বোধন করা হয়। এ জন্য করদাতাকে www.etaxnbr.gov.bd- এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ও এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ প্রমুখ।