হাফিজুল ইসলাম চৌধুরী :
নাইক্ষ্যংছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মাদ শাহেদুল ইসলামের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামালের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ১ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক হিসাবে ছিলেন উপজেলা শিক্ষা অফিস ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।
এ সময়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মোহাম্মদ ইমরান, আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো: শফিউল্লাহ, ডা: মো: ইসমাইলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারি ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও ও নবাবগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।