সংবাদ বিজ্ঞপ্তি:
মঙ্গলবার (১ নভেম্বর) জেলা ছাত্রদল সভাপতি রাশেদুল হক রাসেলের সাথে বিভিন্ন শাখার নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাত করেছেন।
ছাত্রদল নেতা রাসেল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদল সুশৃংখল সংগঠন। দলীয় আদর্শ ও নীতি নৈতিকতা মেনেই সবাইকে চলতে হবে। যারা ‘চেইন অব কমান্ড’ ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. মোজাম্মেল হক, শামসুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ জামান সিরাজী, সাংস্কৃতিক সম্পাদক একরামুল হক, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-ক্রীড়া সম্পাদক মো. নূর হোসেন, সহ-পাঠাগার সম্পাদক মো. রুস্তম, সদস্য ওসমান সরওয়ার টিপু, আবদুল হামিদ খান, সালাহউদ্দিন, মো. ইউসুফ, সাহিদুল ওয়াহিদ (সাহেদ), আবু সাদাত মো, সায়েম, মো. বাদশা মিয়া, এম. সাইফুর রহমান, মো. সাগর, এনামুল হক বিজয়, জাহেদুল করিম, আজিজুল হক (আজিজ), সদর উপজেলা ছাত্রদল নেতা আবদুর রহমান, সরকারী কলেজ ছাত্রদল নেতা জাহেদ হোসেন, রামু কলেজ ছাত্রদল নেতা আমিনুল হক, সিটি কলেজ ছাত্রদল নেতা শফিউল আলম, ঝিলংজা ছাত্রদল নেতা আনিসুর রহমান প্রমুখ।
সাক্ষাত শেষে তারা গণতন্ত্র পূনরুদ্ধারে দলীয় নির্দেশনা মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে জেলা ছাত্রদল সভাপতি রাজপথের তুখোঁড় ছাত্রনেতা রাশেদুল হক রাসেলের সাথে সৌজন্য সাক্ষাতে মঙ্গলবার শহরের রুমালিয়ারছড়াস্থ বাসায় যান টাঙ্গাইল ছাত্রদল নেতা হুমায়ুন কবির, মিজানুর রহমান আকাশ, মো. রুবেল মিয়া, সেলিম রেজা, জনি, এরশাদ মিয়াসহ একটি টীম।
তারা কক্সবাজার জেলায় ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা ও তৃণমূলে শক্তিশালী অবস্থানের প্রশংসা করেন। আর, সুদূর টাঙ্গাইল থেকে কক্সবাজার বেড়াতে এসে সাক্ষাত করায় ছাত্রনেতা রাসেল তাদের স্বাগত জানান।