দর্পণ বড়ুয়া:
কক্সবাজারের রামুর মৈত্রী বিহার সংলগ্ন মাঠে আজ (২ নভেম্বর) বুধবার ব্রাকের উদ্যোগে শিশুর পুষ্টি সমৃদ্ধ পারিবারিক খাবার বিষয়ক ক্যাম্পেইন, পুষ্টিকণার প্রচারনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবদুল মন্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রামুর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাং শাজাহান আলী।
তিনি বলেন, ‘পুষ্টি সম্পর্কে সচেতনতা, পুষ্টিশিক্ষা এবং শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে সহায়তা করতে মা-বাবা’র সচেতনতার প্রয়োজনীয়তা অপরিসীম’।
সমাবেশে বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি দর্পণ বড়ুয়া, ব্রাক পুষ্টির জেলা ব্যবস্থাপক মো জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সোয়েব সাঈদ, ব্রাক প্রতিনিধি যথাক্রমে অজিত নন্দী, মো. ইয়াসিন মিঞা, আবদুল্লাহ আল মামুন, মোহাং জাহাঙ্গীর, প্রমুখ।
সভাশেষে ঢাকার নাট্য সংগঠন পালাকার পরিবেশিত ‘পুষ্টি নিয়ে মিষ্টি কথা’ নাটিকাটি মঞ্চস্থ করা হয়।
সমাবেশে জানানো হয় পুষ্টিকণা শিশুদের রক্ত স্বল্পতা, ক্ষুধামন্দা ইত্যাদি দূর করে এবং খাবারে রুচি বৃদ্ধি করে। ৬ মাস থেকে ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের স্বাভাবিক খাবারের সাথে এক প্যাকেট পুষ্টিকণা মিশে প্রতিদিন একবার করে একটানা ৬০ দিন খাওয়ানোর পর ৪ মাস বিরতি দিয়ে আবার ৬০ দিন শিশুকে খাওয়াতে হয়। এতে শিশুদের মেধা ও শারীরিক গঠন বৃদ্ধি পাবে। পুষ্টিকণা হচ্ছে ১০ টি ভিটামিন ও ৫ টি মিনারেল সমৃদ্ধ শিশুখাদ্য।