খালেদ হোসেন টাপু:
কক্সবাজারের রামুতে ক্রীড়ামোদী দর্শকদের সবচেয়ে আকর্ষনীয় বাংলার ঐতিহ্যের নৌকা বাইচ প্রতিযোগিতার ২য় পর্বের খেলা বুধবার (২ নভেম্বর) রামু তেমুহনী ওসমান সরওয়ার আলম চৌধুরী সেতু সংলগ্ন বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতার ২য় পর্বের খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষকে বাঁকখালীর দু’পাড়ে আনন্দ উৎসবে মেতে উঠতে দেখা গেছে।
এদিকে রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম আমন্ত্রিত অতিথি বৃন্দদের কে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, রামু থানার ওসি তদন্ত কবির হোসেন, রামু স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল মন্নান, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন কাজল, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, আয়োজক কমিটির কো চেয়ারম্যান নুরুল আমিন মাষ্টার, মহা-সচিব আবুল বশর মেম্বার, অন্যতম নেতা আবদুল মালেক চৌধুরী ভূলু, মহি উদ্দিন, আবদুর রহিম, হাসান আজিজ, আসাদ উল্লাহ, ওমর ফারুক মাসুম, সাইফুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম সাবেক মেম্বারসহ সকল ইউপি সদস্য বৃন্দ।
২য় পর্বের নৌকা বাইচ প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু উপজেলার ২৬টি নৌ দল অংশ নেয়।