আমাদের রামু প্রতিবেদক:
দুর্নীতির দায়ে ক্ষমতাসীন দলের আলোচিত সংসদ সদস্য আব্দুর রহমান বদির সাজার পর কক্সবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার কর্মী-সমর্থকরা।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের আমাদের রামু কে জানান, তাদের অবরোধের কারণে বুধবার বেলা আড়াইটার থেকে উখিয়ায় কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আওয়ামী লীগের এ সংসদ সদস্যের কর্মী-সমর্থকরা রায়ের খবর পেয়ে উখিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
পরে তারা কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বাজার, কোটবাজার ও বালুখালী স্টেশনে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বেলা ৪টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি। ওই সময় পর্যন্ত বদিসমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ওসি জানান,পরিস্থিতি স্বাভাবিক করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।