ক্রীড়া প্রতিবেদক, আমাদের রামু:
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন-বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমিক। তাই বর্তমান আওয়ামীলীগ সরকার ক্রীড়া ক্ষেত্রে সবোর্চ্চ বরাদ্দ দিয়ে থাকে।
তিনি বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখনই সরকার ক্ষমতায় আসে তখনই দেশের খেলাধুলার উন্নয়ন ঘটে। আর ধারই ধারাবাহিকতায় ক্রীড়া ক্ষেত্রে একের পর এক সফলতা আসছে। মুজিবুর রহমান বুধবার বিকেলে শহরের বাহারছড়াস্থ গোল চত্ত্বর মাঠ প্রাঙ্গনে মরহুম আলহাজ্ব আবদুল লতিফ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনকালে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী।
ক্রীড়া সংগঠক মোহাম্মদ হোসেন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়, শহর জাসদের সভাপতি মোহাম্মদ হোসেন মাসু, সদর মডেল থানার উপ-পরিদর্শক মানস বড়ুয়া, জেলা জাতীয় পার্টি নেতা মোশাররফ হোসেন দুলাল, পৌর আওয়ামীলীগ নেতা নুরুল আলম পেঠান।
এতে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার কটেজ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী রাসেল আহম্মদ নোবেল।
শুভেচ্ছা বক্তব্যে রাখেন-টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সুমন এবং টুর্ণামেন্ট কমিটির সমন্বয়ক জসিম উদ্দিন।