খালেদ হোসেন টাপু:
কক্সবাজারের রামুতে পুলিশ প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ মুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি রামু কক্সবাজার সদর আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ শান্তিপূর্ণভাবে এ দেশে একত্রে বসবাস করছে।
তিনি আরো বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ম যার যার উৎসব সবার। তাই সব শ্রেণি ও পেশার মানুষ এক সাথে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। বর্তমান শেখ হাসিনা সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে বদ্ধপরিকর। রামু-কক্সবাজারের ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
আজ শনিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলমের সভাপতিত্বে ও রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সুপার শ্যামল কুমার নাথ, ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো নিকারুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা তরুণ বড়ুয়া, ছৈয়দ মোহাম্মদ আবদুর শুক্কুর, ফতেখাঁরকুল চেয়ারম্যান ফরিদুল আলম, রামু থানার ওসি তদন্ত কবির হোসেন, খুনিয়া পালং চেয়ারম্যান আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ছিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ প্রমুখ।
মতবিনিময় সভায় রাজনীতিক, সামাজিক, ক্রীড়া নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইমাম, বৌদ্ধ ভিক্ষু এবং পুরোহিতসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।