হাফিজুল ইসলাম চৌধুরী :
ঘুর্ণিঝড় ‘নাড়া’ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন কক্সবাজার জেলার জেএসসি ও জেডিসির রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি মো.আবদুর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষা সারাদেশেই স্থগিত থাকবে।
তবে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লাহ বোর্ড ছাড়া অন্যসব বোর্ডে নিয়ম অনুযায়ী জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা বোর্ডের রোববারের পরীক্ষা ১৯ নভেম্বর এবং স্থগিত হওয়া জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।