আব্দুল হামিদ, বাইশারী:
রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে প্রবল ঝড়ো হাওয়ায় গাছ পড়ে উপজাতীয় পল্লী বৈধ পাড়ায় এক বসত ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বেলা ১২ টার সময় বৈধ পাড়া নামক স্থানে সচিং রাখাইন এর বাড়িতে।
বসতবাড়ীর মালিক সচিং রাখাইন বলেন, বেলা ১২টার সময় প্রবল বাতাসে বাড়ীর পার্শ্বে থাকা বিশাল তেতুল গাছের ডাল ভেঙ্গে তার বাড়ীর উপর পড়ে যায়। ঐ সময় বসতবাড়ীর মালিক সচিং রাখাইন সামান্য আহত হলেও পরিবারের অন্যান্য সদস্যরা প্রাণে রক্ষা পায়। তিনি আরো জানান, বাড়ীর চালের উপর থাকা একটি সৌর বিদ্যুতের প্যানেল ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তাছাড়া বসত ঘরে রক্ষিত বিভিন্ন প্রকার মালামাল নষ্ট হয়ে যায়। যার ক্ষতি পরিমাণ লক্ষাধিক টাকা হবে বলে জানান। তিনি এখন অসহায়, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে সংসার চালাতেন।
এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্যা শাহানা আক্তার সহ এলাকার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রবল ঝড়ো হাওয়ায় সচিং রাখাইনের বাড়ী সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। তারা এখন অসহায় হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তাই তিনি সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছেন।