ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ও মন্দিরে যারা হামলা চালিয়েছে, তারা প্রকৃত মুসলমান নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান। তিনি বলেন, ‘ইসলাম কখনও এ ধরনের হামলা ও ভাঙচুর সমর্থন করে না।খবর বাংলা ট্রিবিউনের।
সোমবার দুপুরে নাসিরনগরে ভাঙচুর করা মন্দির পরিদর্শন শেষে গৌর মন্দির এলাকায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় তিনি ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। ইসলাম কখনও এ ধরনের হামলা সমর্থন করে না, ভবিষ্যতেও করবে না। ন্যাক্কারজনক এই ঘটনায় আমরা মর্মাহত। আমরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’
এসময় ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মোবারক উল্লাহ, মাওলানা আব্দুর রহিম কাসেমি ও মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।