আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তানে সুফি মুসলিমদের শাহ নূরানি মাজারে বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
মাজারটি প্রত্যন্ত কুজদার জেলায় হওয়ায় জরুরি উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, বিস্ফোরণের সময় সেখানে সুফি মুসলিমদের ঐহিত্যবাহী ‘ধামাল’ নৃত্য চলছিল।
স্থানীয় কর্মকর্তারা জানান, গুরুতর আহতদের চিকিৎসার জন্য করাচি নিয়ে যাওয়া হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ হামলার নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
গত চার মাসের মধ্যে বেলুচিস্তানে এটা তৃতীয় বড় ধরণের সন্ত্রাসী হামলা।
অক্টোবরে বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি পুলিশ প্রশিক্ষণ কলেজে সন্ত্রাসী হামলায় ৫৯ জন নিহত হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট হামলার দায় স্বীকার করে।
তার আগে অগাস্টে ওই কোয়েটা শহরেই একটি হাসপাতালে সন্ত্রাসী হামলায় ৭০ জন নিহত হয়, নিহতদের অধিকাংশই আইনজীবী ছিলেন।