ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপাড়ায় দুই দফা আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগ্নিসযোগকারীদের ধরিয়ে দিতে বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে প্রত্যেকের জন্য ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।”খবর বিডিনিউজের।
নাসিরনগর সদরে এবং এর আশপাশ এলাকায় মাইকিং করে পুরস্কার ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
ফেইসবুকে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড়শ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়
এর পাঁচ দিনের মাথায় ৪ নভেম্বর একই এলাকার কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, ৩০ অক্টোবরের হামলার নেপথ্যে ছিল নাসিরনগরের এমপি ছায়েদুল হকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর দ্বন্দ্ব।
ওই ঘটনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই রোববার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় ছোট্টু লাল দাসের বাড়ির জাল রাখার ঘরে আগুন দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত ছোট্টু লাল দাস রোববার রাতে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এ মামলা দায়ের করেন বলে ওসি আবু জাফর জানান।