হাফিজুল ইসলাম চৌধুরী :
নাইক্ষ্যংছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামালকে অভ্যর্থনা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করেছে উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ও সরকারী করণের তালিকাভুক্ত হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ।
সোমবার ১৪ নভেম্বর সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম। এসময় কলেজ গভর্নিং বডির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, উপাধ্যক্ষ বশির আহমদ, অধ্যাপক মো.শফি উল্লাহ ও প্রিয়র্তোষ শর্মা চন্দন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক নিলোৎপল বড়ুয়া, নজরুল ইসলাম জুমাদ্দার, মোঃ হেদায়ত উল্লাহ, শফিউল আলম, হাসান আহমদ সোবহানি’সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।