১৭ থেকে ১৯ নভেম্বর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকা লিটারারি ফেস্ট। লিট ফেস্ট চলার সময়ে বাংলা ট্রিবিউন সেখানে আগতদের ওপর একটি জরিপ চালায়।
জরিপে প্রাপ্ততথ্য থেকে দেখা যায়—জীবিত লেখকদের মধ্যে পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এরপরের স্থানটিই কথাসাহিত্যিক আনিসুল হকের। ৫০০ জনের ওপর চালানো বাংলা ট্রিবিউনের জরিপে দেখা যায়, ৫০০ জনের মধ্যে ১০৮ জনই জানিয়েছেন পছন্দের জীবিত লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। আনিসুল হকের কথা বলেছেন ৪৭ জন।
এছাড়া পাঠকপ্রিয়তার মধ্যে রয়েছেন সেলিনা হোসেন, হাসান আজিজুল হক, আল মাহমুদ, আলী যাকের, আহসান হাবীব, নির্মলেন্দু গুণ ও ইমদাদুল হক মিলন।
তবে বিদেশি লেখকদের নামও বলেছেন কোনও কোনও পাঠক। জরিপের প্রাপ্ততথ্যে দেখা যায়, সমরেশ মজুমদারকে ২৭ জন পছন্দ করেন। এ পছন্দের তালিকায় রয়েছেন ড্যান ব্রাউন, জে কে রাওলিংসহ আরও কয়েকজন।
সূত্র: বাংলা ট্রিবিউন।